সমাজের আলো :এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে ১৬০টি ভোট পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার নিউইয়র্কে মানবাধিকার কাউন্সিলে ভোট অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফল প্রকাশ করা হয় মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে।

সংস্থাটি জানায়, মানবাধিকার পরিষদে ২০২৩-২৫ মেয়াদে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে। দেশগুলো হলো- আলজেরিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, কিরগিজস্তান, মালদ্বীপ, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান ও ভিয়েতনাম।

মানবাধিকার পরিষদের সদস্য পদে এশিয়া-প্যাসিফিকের সাতটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে নির্বাচিত হয়েছে চারটি দেশ। বাংলাদেশ ছাড়া অন্য তিন নির্বাচিত সদস্য হলো মালদ্বীপ (ভোট ১৫৪), ভিয়েতনাম (১৪৫ ভোট) ও কিরগিজস্তান (১২৬ ভোট)।




Leave a Reply

Your email address will not be published.