ফরহাদ আহমেদ, জীনবননগরঃ- চুয়াডাঙ্গার জীবননরগ উপজেলা শ্রীরামপুর গ্রামের মাঠের একটি বিরোধপুর্ণ জমিতে থাকা তরমুজ ক্ষেত প্রতিপক্ষ লোটার মেশিন দিয়ে চষে ব্যাপক ভাবে ক্ষতি সাধন করেছে। বর্তমানে প্রতিপক্ষের হামলার ভয়ে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষক পরিবার মাঠে ঘাটে যেতে সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলার হাসাদহ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের প্রান্তিক কৃষক রফিকুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধওে আমার ভোগ দখলে থাকা ২২ কাঠা জমিতে তরমুজ গাছ লাগাই। বর্তমানে তরমুজ ক্ষেত ফল-ফুলে আসা শুরু করেছে। এ অবস্থায় কোন কারণ ছাড়াই আমার প্রতিপক্ষ হাসাদহের আজিম উদ্দিনের ছেলে আশরাফ আলী,শ্রীরামপুর গ্রামের ওসমান শাহের ছেলে সাইদুর রহমান ও তাদের লোকজন হাতে লাঠিসোটা নিয়ে আমার জমিতে মহড়া দিয়ে লোটার মেশিন দিয়ে চষে দেয়। আমরা তাদেরকে প্রতিবাদ করতে গেলে তারা আমাদেরকে হত্যার জন্য ধাওয়া করে। তারা আমার তরুমুজ ক্ষেত নষ্ট করে দিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। তাদের ভয়ে আমরা বর্তমানে মাঠে ঘাটে যেতে সাহস পাচ্ছি না। এমনকি বাজারেও যেতে পারছি না। আমরা এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছি।
হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল গনি বলেন,আমি ঘটনার কথা শুনেছি। ঘটনাটি দু:খজনক ও ঘৃর্ণিত কাজ হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) স্বপন কুমার দাস বলেন,ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *