তালা প্রতিনিধি : তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তালা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে খলিষখালী ফুটবল একাদশকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল, তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মীর হারুন-অর-রশিদ পুকার এবং লাইনাসম্যান ছিলেন হাবিবুর রহমান হাবিব ও ময়নুল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।




Leave a Reply

Your email address will not be published.