আশরাফুল ইসলাম : দেবহাটায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর, ২১ ইং বৃহষ্পতিবার সকাল ১১ টায় র‌্যালী শেষে দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক চন্দ্রকান্ত মল্লিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। এসময় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সদস্য ও বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রফিক, সদস্য সতিকা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে দেবহাটায় রোকেয়া দিবসের আলোচনা সভা এবং জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে বেগম রোকেয়ার নারী জাগরণের পটভূমি, নারী স্বাবলম্বী ও নারী ক্ষমতায়ণের উপর বিভিন্ন আলোচনা শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারীদেরকে শ্রেষ্ঠ জয়ীতা সম্মাননা ও সনদ প্রদান করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *