আজিজুল ইসলাম, ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে দোকান ঘর সংস্কারের নামে নতুন ঘর তৈরির চেষ্টা ধুলিহর ভূমি সহকারী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ব্রহ্মরাজপুর বাজারে ধুলিহর বেড়বাড়ী গ্রামের আঃ আজিজের পুত্র মোঃ জাকির হোসেন তার ব্যবসায়ী প্রতিষ্ঠান মুদি দোকানটি পুনরায় সংস্কারের নিয়ম বহির্ভূতভাবে দোকানের জায়গায় বাড়িয়ে পাকা পিলার দিয়ে ও পরবর্তীতে ছাদ দেওয়ার চেষ্টা করছিলো। আর এ বিষয়টি স্থানীয়রা ধুলিহর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনজুরুল কাদেরকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দেন। এব্যাপারে ভূমি কর্মকর্তা জানান, আমি শুনা মাত্র কাজ বন্ধ করে দিয়েছি। আমার উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। উনারা ১৮ মে মঙ্গলবার সকালে দোকান ঘরের জায়গাটি মেপে ও সংস্কারের নিয়ম মাফিক কাজ করার নির্দেশ দিতে বলেছেন। এ ব্যাপারে স্থানীয়রা জানান, সকালে ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দিয়েছে আবার দুপুরে কাজ তড়িঘড়ি করে শুরু করেছে জাকির। পরে জানতে পেরে আবার ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দিয়েছে আসলে বিষয়টা কি? অবৈধ স্থাপনা তৈরিতে ভূমি কর্মকর্তার সাথে জাকিরের এ কেমন লুকোচরি খেলা চলছে। সরকারী কর্মকর্তার নিষেধ অমান্য করে জাকিরের অবৈধ স্থাপনা তৈরির কাজ করার সাহস হয় কিভাবে? এ ব্যাপারে জাকির দোকান ঘর সংস্কারের অনুমতির কাজপত্র আছে বলে জানান। সামনে পাকা পিলার দেওয়ার কথা স্বীকার করে তিনি আরও জানান, আমি ছাদ দেবোনা।




Leave a Reply

Your email address will not be published.