সমাজের আলো : বিশ্বে এ যাবতকালের মধ্যে সবচেয়ে ছোট দিন ছিল ২৯শে জুলাই। সাধারণত প্রতি ২৪ ঘন্টায় পৃথিবী একবার সূর্য্যরে চারপাশে ঘুরে আসে। কিন্তু ওইদিন এর থেকে ঠিক ১.৫৯ মিলিসেকেন্ড বা এক সেকেন্ডের এক হাজার ভাগের একভাগের সামান্য বেশি সময় কম নিয়েছে সূর্য্যকে ঘুরে আসতে। এর আগে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর এত কম সময় লাগেনি। এক্ষেত্রে পৃথিবীতে সবচেয়ে ছোট দিনের রেকর্ড করেছে ২৯শে জুলাই।

ইন্ডিপেন্ডেন্টকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে আরও বলা হয়, সম্প্রতি পৃথিবী তার গতি বাড়িয়েছে। এর আগে ২০২০ সসালে পৃথিবীতে দেখা দিয়েছিল সবচেয়ে সংক্ষিপ্ত বা ছোট মাস। ১৯৬০ এর দশকের পর এটাই ছিল সবচেয়ে ছোট মাস। ওই বছরে ১৯ শে জুলাই ছিল সর্বকালের সবচেয়ে ছোট দিন। এ সময় সূর্য্যরে চারপাশে ঘুরে আসতে পৃথিবীর সময় লেগেছিল ১.৪৭ মিলিসেকেন্ড কম।পরের বছরে পৃথিবীর ঘূর্ণনগতি ক্রমশ বৃদ্ধি পায়।




Leave a Reply

Your email address will not be published.