সমাজের আলো : বন্যাকবলিত এলাকায় এখন পর্যন্ত পানিতে ডুবে, বজ্রপাতে এবং সর্প দংশনে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে ১৭ জন, বজ্রপাতে ১২ জন, সর্প দংশনে একজন এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৫ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। উল্লিখিত তথ্য গত ১৭ই মে থেকে ২১শে জুন পর্যন্ত বন্যা সম্পর্কিত এলাকার।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বন্যাকবলিত এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৪ জন। এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগী সংখ্যা ২ হাজার ১৭৯ জন। আর ২৪ ঘণ্টায় সিলেটে বিভাগে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৫ জন।




Leave a Reply

Your email address will not be published.