সুন্দরবন অঞ্চল প্রতিনিধি ঃ বাঘ বিধবা’র খাতায় নাম লেখানো হাজেরা বেগম এর বাসায় উপহার সামগ্রী নিয়ে হাজির হলেন ইউএনও আবুজার গিফারী। , গত শুক্রবার (১৬ এপ্রিল) শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান বাঘ বিধবা হাজেরা বেগম ও তার ২ শিশু সন্তান নিয়ে করুণ দিনাতিপাত করার বাস্তব চিত্র তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন। এরপর থেকে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। শনিবার (১৭ এপ্রিল) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের সম্প্রতি বাঘের থাবায় নিহত মো. হাবিবুর রহমান এর স্ত্রী ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন। এসময় তিনি দুস্থ এই পরিবারটির জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং শিশু কন্যা দু’টির জন্য ফলমূল ও খাদ্যখাবার নিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল আলিম, দৈনিক দক্ষিণের মশালের বুড়িগোয়ালিনী প্রতিনিধি মো. ফজলুল হক, সিডিও ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবক মো. মামুন হোসেন মিঠু, ওবায়দুর রহমান প্রমুখ। এসময় অসহায় পরিবারটিকে সান্তনা দিয়ে ইউএনও আবুজর গিফারী বলেন, আমি খুবই মর্মাহত ও বেদনাবিধুর। বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা শান্ত হন। আপাতত আমাদের ত্রাণ তহবিল থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে যাচ্ছি। আপনাদের সংসার চালাতে লাগেন। আপসার অসম্পূর্ণ ঘরটি নির্মাণে যতগুলো টিন লাগবে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হবে অদূর ভবিষ্যতে এবং নগদ আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।




Leave a Reply

Your email address will not be published.