সমাজের আলো : লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রের পায়ে শেকল বেঁধে নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের ঘটনায় এক শিক্ষার্থীর নানী বাদি হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদীয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন ওই মাদ্রাসা থেকে দুই শিক্ষককে গ্রেপ্তার করেন।রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজারের অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম দারুল কোরআন মহিলা মাদ্রাসা।

গ্রেপ্তার শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আশেক এলাহী। শহীদুল ইসলাম রায়পুর উপজেলার এনায়েতপুর গ্রামের ফজলুল করিমের ছেলে এবং আশেক এলাহী লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের দেওয়ান বাড়ির নুরুল আমিনের ছেলে।মামলার বাদি জানান, নাতিকে আররি পড়তে মাদ্রাসায় পাঠিয়েছিলাম। সেখানে নির্যাতনের ঘটনা জানা ছিল না। পরে ফেসবুকে নাতিকে শেকলে বেঁধে নির্যাতনের ছবি দেখি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে অল্প কিছু শিক্ষার্থী নিয়ে শহীদুল ইসলাম ওই মাদ্রাসাটি চালু করেন।গত ১১ সেপ্টেম্বর মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র আরমানের পায়ে শেকল পড়িয়ে সপ্তাহব্যাপী তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, পড়া না পারলে শেকলে বেঁধে নির্যাতন করা হতো। হুজুরের সম্পর্কে বাবাকে বলে দিলে তার ওপরও নির্যাতন চালানো হয়।




Leave a Reply

Your email address will not be published.