তালা প্রতিনিধি:  মিথ্যাচারের বিরুদ্ধে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটী গ্রামের লক্ষণ দাসের পুত্র লিটন দাস। লিখিত বক্তব্যে লিটন দাস বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাতক্ষীরা প্রেসকাবে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ৭ সেপ্টেম্বর (সোমবার) ঐ সংবাদ সম্মেলন করেন যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের ভদ্র দাসের পুত্র উজ্জল কুমার দাস। উক্ত সংবাদ সম্মেলন তিনি আমাকে জড়িয়ে তিনি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেন। তারা আমার নাম লিটন সরকার ও খ্রীষ্টান ধর্মীয় লোক হিসেবে উল্লেখ করলেও আমার নাম লিটন দাস এবং আমি সনাতন ধর্মালম্বী। তিনি বলেন, দীর্ঘদিনের সম্পর্কের জের ধরে গত ৫ আগস্ট তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার বড়েঙ্গা এলাকার ভদ্র দাসের মেয়ে ঋতুপর্ণা দাসের সাথে বিবাহ করেন। তবে ঋতুপর্ণার সহোদররা এই বিয়ের বিরোধিতা করে আসছিলেন। এক পর্যায়ে বিয়ের পর তিনি স্ত্রী ঋতুপর্ণা দাসকে নিয়ে গত ৮ আগস্ট সকালে ভগ্নিপতি তালার পুটিয়াখালি গ্রামের গোপাল দাসের বাড়িতে বেড়াতে যান। সেখানে তার স্ত্রীকে রেখে বিকালে চাকুরীর সুবাদে বাগেরহাটে কর্মস্থলে চলে যান। ৯ আগস্ট সকাল ৭ টার দিকে স্থানীয় বে-সরকারী সংস্থা পরিত্রাণ-এর প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস ও পাশ্ববর্তী বড়েঙ্গা গ্রামের ভদ্র দাসের ছেলে ননী গোপাল দাসের নেতৃত্বে সঞ্জয় দাস, সংকর দাস, তালার গোনালী এলাকার শশীবর দাস, পুটিয়াখালি এলাকার প্রবীর দাস, চন্দ্র শেখর দাস,উদয় দাস, সুজিত দাস তার স্ত্রী ঋতুপর্ণাকে জোরপূর্বক বোনের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্ত্রী ঋতুপর্ণা তাদের সাথে যেতে রাজি না হওয়ায় উজ্জ্বল দাসের সন্ত্রাসী বাহিনী ঋতুপর্ণাকে মারধর করার একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে নিয়ে মাইক্রোবাসে করে চলে যায়। এ সময় তারা লিটনের ভগ্নিপতির বাসা থেকে স্বর্ণের দুল, রুলি, চেইনসহ মূল্যবান জীনিসপত্র নিয়ে যায়। স্থানীয়রা তাদের এসব কর্মকান্ডের বাধাঁ দিতে গেলে তাদেরকেও প্রাণনাশের হুমকি দেয় তারা। তিনি আরও বলেন, আমার বাড়ির পাশে ঋতুপর্ণার বোনের বাড়ি হওয়ায় সে প্রায়ই হরিশ্চন্দ্রকাটী গ্রামে যাতায়াত করতো। এক পর্যায়ে তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের জের ধরে ধর্মীয় রীতি মেনে ঋতুপর্ণাকে তিনি বিয়ে করেন। তিনি ফুঁসলিয়ে কিংবা অস্ত্রের মুখে জিম্মী করে তাকে বিবাহ করেননি। কোনদিন কু প্রস্তাব দেয়নি এবং উত্ত্যক্ত করিনি। এছাড়া কোন হুমকি ধামকি ও চাঁদাদাবীর ঘটনাও ঘটেনি। তারা সামাজিক মর্যাদা ক্ষুন্ন্ করবার জন্যে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে জানান লিটন দাস। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা ঋতুপর্ণাকে অপহরণ করে লিটন ও তার পরিবারকে পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে এবং বিভিন্নভাবে আমাদেরকে হয়রানী করছে। উল্লেখ্য, বিবাহের দিন অর্থাৎ ৫ আগষ্ট ভোর বেলায় লিটনের স্ত্রী ঋতুপর্ণা দাসকে তার আপন দাদা সুশান্ত দাস মোটর সাইকেলে করে আমার বাড়িতে পৌঁছে দেন। তখন ঋতুপর্ণা দাসের শুধু জামা-পাজামা ও একটি চটি পরা ছিল। স্বর্ণের কোন ধরণের গহনা তার পরা ছিলনা। অথচ তারা সংবাদ সম্মেলনে স্বর্ণের গহনা নিয়ে মিথ্যাচার করেছে। এছাড়া তার স্ত্রী ঋতুপর্ণা নোটারী পাবলিকের কার্যালয় থেকে ডিভোর্স দেয়নি এবং খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান ও আমার কাছেও কোন কাগজপত্র প্রেরণ করেনি। লিটন দাস উক্ত ঘটনায় বাদী হয়ে যশোরের কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ ও পাটকেলঘাটা থানাতে একটি সাধারণ ডায়েরী (যার নং-৩৮০) করেন। সর্বশেষ গত ১৫ আগস্ট সাতক্ষীরা জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি ১০০ ধারায় একটি মামলাও দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর থেকে উজ্জ্বল দাসসহ তার বাহিনী আমাকে মামলা তুলে নিতে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এদিকে ভুক্তভোগি লিটন দাস তার স্ত্রীকে ফিরে পেতে সরকারের বিভিন্ন দফতরে লিখিতভাবে অভিযোগ ও মামলা দায়ের করেছেন। তবে অভিযোগ ও মামলা তুলে নিতে প্রতিনিয়ত উজ্জ্বল দাস ও তার সন্ত্রাসী বাহিনী তাকে মুঠোফোনে হুমকি দিচ্ছে ও ভয়ভীতি দেখাচ্ছে। এ সময় তিনি তার বিবাহিতা স্ত্রী ফেরত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.