যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চাঁচড়া বেড়বাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলায় পলাশ (৪০) নামে এক যুবক জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৭জনকে। এরা হলো, বেড়বাড়ি পশ্চিমপাড়ার কুড়োল দফারাদারের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), খোকন মেম্বারের ছেলে রাজিব (৫০), সিদ্দিকের ছেলে ইকবাল (৩০), ভাতুড়িয়া গ্রামের মাহবুবের ছেলে ফয়সাল (২৫), ইছাহাকের ছেলে মনিরুল (৪০), মৃত হাফেজ বিশ্বাসের ছেলে আব্দুল মজিদ (৫৫) এবং বেড়বাড়ির খোকন মেম্বারের ছেলে আকবর (৬০)। বেড়বাড়ি এলাকার জয়নাল আবেদীনের ছেলে পলাশ কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার দীর্ঘদিন ধরে সামাজিক অবস্থান নিয়ে শত্রুতা চলে আসছে। সে কারণে তারা প্রায় সময় তাকে হুমকি ধাকমি দিতো। গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে বেড়বাড়ি মোড়ে বাদশার দোকানে বসে ছিলেন। এ সময় আসামিরা অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে মারপিটে জখম করে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা কেড়ে নেয়। মোবাইল ফোন ভেঙ্গে ১১ হাজার টাকার ক্ষতি করে। সে সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও হুমকি দেয় আসামিরা। তাকে ফের হুমকি দিয়ে চলে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।




Leave a Reply

Your email address will not be published.