সমাজের আলো। ।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগ দেওয়ার পর অনুমতি ছাড়া ডিগ্রি অর্জন করতে পারবে না কেউ। চাকরিতে যোগদানের পর কেউ যদি উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায় তাহলে অবশ্যই তাকে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত চাকরিতে যোগদানকালে যেসব সার্টিফিকেট জমা দেন বা পরবর্তী সময়ে যেসব ডিগ্রি অর্জন করেন তার সবই সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা হয়। তবে এমন অনেক শিক্ষক রয়েছেন যারা পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন। আবার অনেকে চাকরি করে নিজের পড়াশোনা শেষ করছেন। এখন থেকে এমন সবাইকে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।




Leave a Reply

Your email address will not be published.