শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলীর বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। দীর্ঘ ৩৯ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পরেও তাকে রাজাকার পরিবারের সদস্য বলে অপপ্রচারে লিপ্ত হয়েছে চক্রটি।তিনি এর প্রতিকার চেয়ে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।

রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী বলেন, ইংরেজি ১৯৮২ সাল থেকে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তৎকালীন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ কে ফজলুল হক শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তার হাত ধরেই তিনি আওয়ামী লীগের প্রবেশ করেন এবং দীর্ঘ ৩৯ বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলিতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের স্বপক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।বিগত ইউপি নির্বাচনে তিনি রমজাননগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ফজলুল হক মোড়লের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওই নির্বাচনে বর্তমান শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের আপন মামা শেখ মামুন বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেন। বর্তমানে বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী।

এ ব্যাপারে আল মামুনের সঙ্গে হায়াত আলীর মতানৈক্য সৃষ্টি হওয়ায় আল মামুন ও তার কিছু অনুসারী হায়াত আলীকে নিয়ে নানান চক্রান্ত করছেন।ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, বিগত নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কঠোর অবস্থানে। এসব প্রার্থীদের তৃণমূল আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে কোনরুপ সুপারিশ না দেয় এ ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে।দলের নির্দেশনা কঠোরভাবে পালন করায় হায়াত আলীকে নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে।এ বিষয়ে শেখ আল মামুন বলেন, আমাদের গোটা পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।আমার পিতা,বড় ভাই, ভগ্নিপতি এবং সর্বশেষ আমি ইউনিয়নের চেয়ারম্যান। আমরা নৌকার দাবিদার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *