শফিকুর রহমান, কলারোয়া, সাতক্ষীরা :- সাতক্ষীরার কলারোয়ার বোয়ালিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৭ অক্টোবর) বিকালে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করেন উপজেলার খাসপুর ফুটবল একাদশ অপরদিকে প্রতিপক্ষ হিসেবে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন সাহাপুর ফুটবল একাদশ।খেলার শুরুতেই উভয়পক্ষ চরম উত্তেজনার মধ্য দিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সাহাপুর ফুটবল একাদশ এর ০৮ নং জার্সিধারী খেলোয়াডে়র গোলে দলটি ১-০ গোলে এগিয়ে যায়। এর পরবর্তীতে অতিরিক্ত ০৩ মিনিট সময় নিয়ে উভয় দলের পক্ষ থেকে একাধিকবার আক্রমণ হলেও কোন দল আর কোন গোল করতে পারেনি। ফলে ঐ খেলায় বিজয়ী হিসেবে সাহাপুর ফুটবল একাদশের নাম ঘোষণা করা হয়। খেলা শেষে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের পার্শ্ববর্তী ইউনাইটেড হাইস্কুলের সম্মুখে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০১ (তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এম পি। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) বাবু হারান চন্দ্র পাল, ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার নুরুল ইসলাম। ০৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, ০৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা শেখ রুহুল কুদ্দুস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম গাজী, ০৪ লাঙলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম তাওহীদুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান, বোয়ালিয়া মহিলা মাদ্রাসার সহ সুপার মাওলানা আলতাফ হোসেন সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ , স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, কলারোয়া থানা পুলিশের সদস্য বৃন্দ, সীমান্ত প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় গ্রাম পুলিশের সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঐ খেলায় বিজয়ী সাহাপুর ফুটবল একাদশকে একটি ছাগল এবং রানার্স আপ খাসপুর ফুটবল একাদশকে একটি কালার টেলিভিশন পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।



Leave a Reply

Your email address will not be published.