সমাজের আলো : আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে বিকেলে শ্যামনগরের ফুটবল মাঠ কাপালেন সাফ কাপ জয়ী মাসুরা।বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন।এসময় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা তাকে বীরচিত ফুলেল সংবর্ধনা জানান। খেলাটির আয়োজন করেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহুরুল হায়দার ও জাতীয় ফুটবলর আলমগীর কবীর রানা । মাসুরার নেতৃত্বে শ্যামনগর নারী ফুটবল একাদশ ৩-১ গোলে খুলনা নারী ফুটবল একাদশকে পরাজিত করে।

মাসুরার ব্যস্ত দিনঃ
সকালে বাড়ি ফিরেই পরিবারের সবার সঙ্গে আড্ডা-খুনসুটিতে মেতেছেন মাসুরা। আজ বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরেই পরিবারের সবার সঙ্গে আড্ডা-খুনসুটিতে মেতেছেন মাসুরা। আজ বৃহস্পতিবার
মা-বাবা, বোন আর প্রতিবেশীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য মাসুরা পারভিন আজ বৃহস্পতিবার ভোরে বাড়ি পৌঁছেছেন। সাতক্ষীরা শহর থেকে চার কিলোমিটার দূরে বিনেরপোতা এলাকায় মাসুরাদের বাড়ি। সরকারের দেওয়া আট শতক জমির আধা পাকা দুই কক্ষের ঘর। সাফজয়ী মেয়ে ঘরে ফেরায় সেখানে বইছে উৎসবের হাওয়া।

সকাল নয়টার দিকে মাসুরার বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের বাইরে পরিবারের সবার সঙ্গে আড্ডা-খুনসুটিতে মেতেছেন মাসুরা। প্রতিবেশীরাও সেখানে উপস্থিত। সবাই এসেছেন মাসুরাকে অভিনন্দন জানাতে।

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে মাসুরা বলেন, ‘সবার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সাতক্ষীরার মানুষ আমাকে ও আমাদের খুবই ভালোবাসে। এই ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত ও মুগ্ধ। আগে সাধারণত পুরুষ খেলোয়াড়দের নিয়ে আনন্দ হতো, উচ্ছ্বাস হতো। তাঁদের নিয়ে নিউজ হতো। এখন মানুষের চিন্তাভাবনা পাল্টে গেছে। মেয়েরাও ভালো খেলেছে। সব দিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তাই সবাই এখন মেয়েদের সাফল্য নিয়েও আগ্রহী হচ্ছে। এভাবে সবাই পাশে থাকলে আমাদের এগিয়ে যেতে সুবিধা হবে।’

মেয়ের সাফল্যে মাসুরার মা-বাবা গর্বিত। মাসুরার এই সাফল্যের পেছনের গল্প শোনালেন তাঁর বাবা রজব আলী। তিনি বলেন, ‘আমার মেয়ে যখন ক্লাস থ্রিতে, তখন থেকেই ফুটবল ধরে। পিটিআই স্কুলের মাঠে মেয়েদের খেলার অনুশীলন করাতেন আকবর ভাই। সাবিনারা তখন ওখানে অনুশীলন করত। ক্লাস শেষ হওয়ার পর মাসুরা মাঠেই থাকত। মেয়ে যে মাঠে খেলে, আমি কিছুই জানতাম না। একদিন আকবর ভাই আমার বাসায় আসেন। মেয়েকে তাঁর একাডেমিতে চান তিনি। আমি কোনোভাবেই রাজি ছিলাম না। মেয়ে বলে রাজি হতে চাইনি।’

পরে মাসুরার ছোটবেলার কোচ আকবর আলীর পীড়াপীড়ি আর মেয়ের জেদের কারণে রজব আলী আর না বলতে পারলেন না। রজব আলী বলেন, ‘আকবর ভাই একদিন এসে আমাকে বলেছিলেন, “এমন একটা দিন আসবে, মেয়ে আর আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। আর আপনি তো অসুস্থ, মেয়ের দায়িত্ব না হয় আমাকে দিলেন।” আমি তবু রাজি হইনি। পরে মেয়ের খেলার প্রতি ঝোঁক দেখে আর না বলতে পারি নাই। মাসুরা জেদ ধরে, খেলতে না দিলে স্যারের বাড়ি চলে যাবে। আজ আকবর ভাইয়ের কথা ঠিক ফলেছে। মেয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েকবার সংবর্ধনা পেয়েছে। কিন্তু দুঃখ, আকবর ভাই বেঁচে নেই।’

প্রায় আট মাস আগে আকবর আলী মারা গেছেন। প্রিয় ছাত্রীর এই সাফল্য তিনি দেখে যেতে পারেননি। ছোটবেলার কোচের কথা স্মরণ করে মাসুরা বলেন, ‘যে মানুষটা আমার মা–বাবার পর সবচেয়ে খুশি হতেন, তিনি হলেন আমার আকবর স্যার। তিনি আমাকে টেনে তুলেছেন। তিনি বেঁচে থাকলে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করার পর সাতক্ষীরার মাটিতে পা দেওয়ার আনন্দটা একটু অন্য রকম হতো।’

মাসুরার মা ফাতেমা বেগম বলেন, ‘আমাদের খুব অভাব ছিল। মাঝেমধ্যে ঘরে খাবারও থাকত না। টাকার জন্য ওর বাবার চিকিৎসা করাতে পারিনি। কিন্তু মেয়ে ছিল খেলাপাগল। খেলা ছাড়া কিছুই বোঝে না। এখনো খেলার প্রতি সেই আগ্রহ। ওর ছোটবেলায় আমিও চাইতাম, মেয়ে খেলার মধ্যে থাকুক। বৃষ্টির দিনও খেলতে যেত। ওর বাবার সঙ্গে খেলা নিয়ে যে কতবার ঝগড়া হয়েছে, তার ঠিক নেই।’

তবে ফুটবলই মাসুরার ভাগ্য বদলে দিয়েছে। ফাতেমা বেগম বলেন, ‘মেয়ে আজ শুধু আমাদের না, সাতক্ষীরা এবং পুরো দেশবাসীর মুখ উজ্জ্বল করেছে। আমি খুবই খুশি। সাফজয়ী হওয়ার পর রোজ মনে হতো, মেয়ে কখন বাড়ি আসবে। ওকে হাতে তুলে খাওয়াব। মেয়ে আজ বাড়ি আসার পর খুবই খুশি লাগছে।’

প্রতিবেশী কলিমা বেগমের সঙ্গে কথা হয় মাসুরাদের বাড়িতে। তিনি বলেন, ‘মেয়েটা ঢাকা থেকে কষ্ট করে এসেছে। একটু রেস্টের (বিশ্রাম) দরকার। তবে সবাই ওকে দেখতে ভিড় করেছে। আমরা তো খুবই খুশি হয়েছি। আমাদের গ্রামের মেয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। তাই সবাই দেখতে আসছে।’

সবকিছু ঠিক থাকলে ১৭ অক্টোবর পর্যন্ত তিনি সাতক্ষীরায় থাকবেন।

জেলা প্রশাসক মোহম্মাদ হুমায়ূন কবির বলেন, মাসুরার সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়েছে। মাসুরার সঙ্গে আলাপ করে তাঁর সুবিধাজনক সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.