সমাজের আলো: সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়া বাংলাদেশি কিশোরী কুলসুমের মৃতদেহ দেশে আসার পর সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সাথে হওয়া নির্যাতন ও অনিয়মের বিষয়গুলো আবারো আলোচনায় উঠে এসেছে। গত বছরের এপ্রিল মাসে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে গৃহকর্মীর কাজ নিয়ে কুলসুম সৌদি আরব যায়। এবছরের অগাস্টের শুরুর দিকে তার পরিবার কুলসুমের মৃত্যুর কথা জানতে পারে। কুলসুমের মা নাসিমা বেগম জানান এবছর মে মাসে কুলসুম যখন ফোন করে তখন তারা জানতে পারেন যে সৌদি আরবে গৃহকর্তার অত্যাচারে তার দুই পা, কোমড়, একটি হাত ও একটি চোখ নষ্ট হয় গেছে। সেসময় কুলসুম হাসপাতালে ছিল। নাসিমা বেগম বলেন, “আমার মেয়ে বারবার ফোন করে আমাদের বলেছে তাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে। যার মাধ্যমে সে সৌদি আরব যায়, তার কাছে বারবার গিয়ে বলি আমার মেয়েকে ফিরিয়ে আনায় সাহায্য করতে, তার ভিডিও, ছবি দেখাই। কিন্তু তারা আমাদের কোনো সাহায্যই করেনি।” কুলসুমের মা জানান গত বছরের এপ্রিলে সৌদি আরব যাওয়ার পর প্রথম কয়েকমাস নিয়মিত বাড়িতে টাকা পাঠালেও তারপর বেশ কয়েকমাস সে কোনো টাকাও পাঠায়নি। ঐ সময়ে সৌদি আরব থেকে তার কোনো খবরও পাওয়া যায়নি। কয়েকমাস খবর না থাকার পরে এবছরের মে মাসে কুলসুমের সাথে কথা হওয়ার পর তার সাথে হওয়া শারীরিক নির্যাতনের বিষয়ে জানতে পারে তার পরিবার।




Leave a Reply

Your email address will not be published.