সমাজের আলো : কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়া ৩ নারীসহ ১০বাংলাদেশীকে দীর্ঘ ৯ বছর পর বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার বিকালে ভারতের পেট্টাপোল ক্যাম্পের বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন
ইমিগ্রেশন ওসি আহসান কবির জানান, ৭ থেকে ৯ বছর আগে বৈধ ও অবৈধপথে ভারতে যেয়ে বিভিন্ন সময় আটক হয় তারা। বেংলর জেল খানায় জেলহাজতবাস শেষে দু’দেশের সরকারের আইনি সহায়তার মাধ্যমে ট্রাভেল পারমিটে দেশে ফেরে তারা। এদের মধ্যে ৩ জন নারী ৭জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি যশোর, মাগুরাসহ বিভিন্ন জেলায়। দেশে আসা বাংলাদেশীদের ৭ জনকে পঠানো হবে যশোরের গাজির দরগাহে ও ৩ জনকে শেল্টারহোমে। ১৪দিনের কায়ারেনটাইনে থাকবেন তারা।




Leave a Reply

Your email address will not be published.