হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। “মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও নবযাত্রা প্রকল্পের ইউ এস এআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সীপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মিরাজ হোসেন খান। দুর্যোগের সময় অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন কালিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ বিল্লাল হোসেন মৃধা। এসময় অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান , প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম ,নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.