শাহিনুর রহমান, সিনিয়র ষ্টাপ রিপোর্টারঃ ”নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া থানার ০৫ নং কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ০৫ নং কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজল হোসেন (হাবিল)। উপস্থিত ছিলেন ০৫ নং বিট অফিসার এস.আই সুবীর, এ.এস.আই আসলাম, এ.এস.আই আলাউদ্দীনসহ বোয়লিয়া ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য- মেম্বর মফিজুল ইসলাম রানা, মুজিবর রহমান, বিল্লাল হোসেন, শামছুর রহমান, মহিলা মেম্বার রুবিনা সালাম ও সেলিনা পারভীন এবং সীমান্ত রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন- “বর্তমান সময়ে নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে, এই ধর্ষন নামের মহামারী থেকে বাঁচতে হলে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ০৫ নং বিট অফিসার সুবীর তিনি বলেন, “স্কুল কলেজে চলাচলের সময় যদি কোন বখাটে ইভটিজিং, ধর্ষণের হুমকী এবং অবৈধ প্রস্তাব দেয় তাহলে আমাদের ০৫ নং কেঁড়াগাছী বিট পুলিশিংয়ের সরকারী নাম্বারে (০১৩২০১৪২২১৫) যোগাযোগ করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া সভাপতি আজমল হোসেন হাবিল বলেন, “ধর্ষণের সর্বচ্চ শাস্তি “মৃত্যুদন্ড” আইনটি প্রনণয়ণ ও বাস্তবায়ন করায় সমাজে নরপেশাচ নামের এই ধর্ষকরা ধর্ষণ করার সাহস পাবে না। এমন উদ্যোগ গ্রহণ করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।




Leave a Reply

Your email address will not be published.