ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:সাতক্ষীরার কলারোয়া মহাসড়কে রাত ৮টার সময় চালককে গতিরোধ করে নতুন ইয়ামাহ ১৪৯ সিসি মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে কামরুল হাসান (২৬) নামের এক পেশাদার ছিনতাইকারী৷ গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টার সময় উপজেলা পৌর সদরের সাতক্ষীরা -যশোর মহাসড়ক নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্নে ঘটনাটি ঘটে৷

মোটরসাইকেল ছিনতাইকারী ওই যুবক যশোর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুস সালাম কলু ও ফিরোজা খাতুন দাম্পত্যির ছেলে কামরুল হাসান (২৬)৷

ভুক্তভোগী কলারোয়ার মুরারিকাটি এলাকার শেখ আব্দুল আলিমের ছেলে শেখ রায়হান নাহিদ বলেন, রাতে কাজীরহাট থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কে একদল সন্ত্রাসীরা আমার মোটরসাইকেল গতিরোধ করে৷ কথা-কাটাকাটির এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই তারা মারপিট করে আমার কাছে থাকা দুই লক্ষ ১০ হাজার টাকা মূল্যের এফজেট মোটরসাইকেল ছিনতাই করাকালে ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে সংবাদ দেন৷

থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় কলারোয়া পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান নাহিদের ছিনতাইকৃত একটি YAMAHA 149 CC মটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ মটরসাইকেল ছিনতাই করার সময় যশোর বেনাপোল পোর্ট পুটখালী এলাকার মৃত আব্দুস সালাম কলুর ছেলে কামরুল হাসান(২৬)কে হাতেনাতে আটক করে কলারোয়া থানা পুলিশ৷ তবে তাৎক্ষণিক পুলিশ পৌছানোর আগেই ঘটনাস্থল থেকে অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়৷

গ্রেফতারকৃত আসামীকে আজ সকালে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।




Leave a Reply

Your email address will not be published.